Popular Post

Posted by : Stanford International School Monday, December 8, 2014

আমরা যারা মাইক্রো ওয়ার্কার্স এ নিয়মিত কাজ করছি তাদের জন্য Yahoo Answer একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারন Yahoo তে একটি account করা সহজ হলেও account টি কে Level 2 তে Promote করা বেশ কষ্টকর। তবে এই টিউট টি ফলো করার পর হয়তো আর কঠিন হবে না আশা করি।

ঠিক আছে কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে আমরা একটি Level 2 Account করবো।





. Yahoo answer job করার জন্য আপনার দরকার হবে ১টি Yahoo ID (আপনার যে কোন Yahoo Mail ID use করতে পারেন, Yahoo ID তৈরি করা না থাকলে https://edit.yahoo.com/registration গিয়ে ১টি ID তৈরি করে নিন)



. এবার http://answers.yahoo.com প্রবেশ করুন। বাম পার্শ্বে Get Started! ক্লিক করুন




. এবার আপনার যে কোন Yahoo ID দিয়ে Log in করুন




. Log in হবার পর Get Started! ক্লিক করুন




. Yahoo answer আপনার ১টি ID তৈরি করার কাজ শেষ। এখন আসল কথায় আসি আপনি যখন প্রথম Yahoo answer ID খুলবেন তখন আপনার Level থাকবে 1,কিন্তু microworkers.com কাজ করার জন্য আপনার Yahoo answer ID অবশ্যই Level 2 হতে হবে। এখন প্রশ্ন হল কিভাবে আপনি আপনার Level 1 ID কে Label 2 ID তে পরিনত করবেন?


. Level 1 ID কে Label 2 ID তে পরিনত করতে আপনার প্রয়োজন 250 Points, আপনি যখন প্রথম Yahoo answer ID খুলবেন তখন আপনাকে বোনাস হিসেবে দেয়া হবে 100 Point. Label 2 ID করতে আপনার আর প্রয়োজন 150 Points. Yahoo answer ID তে Log in করে MY ACTIVITY তে ক্লিক করে আপনি আপনার Points দেখতে পারেন



. আপনি দুভাবে Level 1 ID কে Label 2 ID তে পরিনত করতে (150 Points বাড়াতে) পারেন


. যে কোন Question এর Answer করে। প্রতি Question এর Answer করার জন্য আপনাকে দেয়া হবে 2 Points এবং আপনি প্রতিদিন বিশটি Question এর Answer করতে পারবেন। যে কোন Question এর Answer করার জন্য BROWSE CATEGORIES ক্লিক করুন, Open Question অনেক গুলো Question দেখতে পারবেন,সেখান থেকে যেকোন Question ক্লিক করুন




. এরপর Answer Question ক্লিক করুন




১০. “Your Answer:” Box যে কোন Answer করুন (তবে Answer যুক্তিসংগত হওয়াটা ভাল) Answer Box ১টি ভাল কমেন্ট লিখতে পারেন যদি Answer না জানা থাকে (e.g.”Wow! This Question is great, I also waiting for best answer”)| what’s your source? Box কোন কিছু লিখবেন না। এবার Submit Button ক্লিক করুন।  

এভাবে প্রতিদিন ২০টি Answer করে দিনে আপনি পাবেন ২০xx =১২০ পয়েন্ট। আপনার আর প্রয়োজন 30 Points.




১১. Question এর Answer করা ছাড়াও আপনি Voting এর মাধ্যমে Points বাড়াতে পারেন। সে ক্ষেত্রে প্রত্যেক Voting এর জন্য আপনাকে দেয়া হবে 1 Point এবং আপনি প্রতিদিন ২৫টি Vote করতে পারবেন। যে কোন Question Vote করার জন্য BROWSE CATEGORIES ক্লিক করে In Voting ক্লিক করুন,এখানে অনেক গুলো Question দেখতে পারবেন,সেখান থেকে যেকোন Question ক্লিক করুন







১২. এর পর যে কোন একটি Answer “Vote as Best Answer” ক্লিক করুন। এভাবে প্রতিদিন ২৫টি Voting করে দিনে আপনি পাবেন ২৫xx =৭৫ পয়েন্ট




১৩. (বোনাস)+(Answer)+(Voting) করে দিনে আপনার Points হবে ১০০(বোনাস)+১২০+৭৫=২৯৫।


তাহলেই আপনি হবেন একজন গর্বিত Yahoo answer (Label 2) ID’ মালিক


 


 
 
 

 


 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

- Copyright © Rainbow Sourcing & Skill Development Centre - Rainbow Sourcing - Powered by Rainbow - Designed by Sohel Parvez -